জনগনের ভোটেই নৌকা আবারো বিজয়ী হবে- ড. মো: আব্দুর রাজ্জাক এমপি

হাফিজুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬ পিএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৬৪১

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি (১০ সেপ্টম্বর) সোমবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে নৌকা বাইচ অনুষ্ঠানে তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী নৌকা নিয়েই জনগনের ভোটে বিজয়ী হবেন।

ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের ঝিনাই নদীতে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাদশা আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহম্মাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু, আওয়ামীলীগ নেতা হালিম, মাছুদ তালুকদার, আল ফরিদ, ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউপি সদস্য অনোয়ার হোসেন, মনির বকল, ফাইদুল ফেরদৌস সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

গতকাল বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের সুর-চিৎকার সব মিলিয়ে ঝিনাই নদীতে বইছিল উৎসবের আমেজ।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মরহুম আ: রশিদ মেম্বারের স্মরণে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠানটি হাজারো দর্শক উপভোগ করেন। নৌকা বাইচ দেখতে আসা কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার, তিথি আক্তার সহ আরো অনেকে বলেন নৌকা বাইচটি প্রচীন তম খেলা তবে এ নৌকা বাইচ দেখে অনেক আনন্দ উপভোগ করছেন।

আয়োজক কমিটি বলেন দর্শকদের আনন্দ দেওয়ার লক্ষ্যে প্রতি বারের ন্যায় এবছরও অয়োজন করা হয়েছে। আগামীতেও এ নৌকা বাইচটি অব্যহত থাকবে।