চান্দিমালের এশিয়া কাপ শেষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫১

এশিয়া কাপ শেষ হয়ে গেল শ্রীলংকার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালের। আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় ১৬ সদস্যের দল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। তার স্থলাভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

ঘরোয়া টি ২০ লিগে খেলতে গিয়ে আঙুলে চোট পান চান্দিমাল। দলের অন্যতম সেরা এই তারকাকে ছাড়া এশিয়া কাপের মতো আসরে যেতে চায়নি শ্রীলংকা, তাকে নিয়েই দল ঘোষণা করেছিল।

শেষ পর্যন্ত আঙুলের চোটের উন্নতি হয়নি চান্দিমালের। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট। ফলে এশিয়া কাপে তাকে রাখার ঝুঁকি নেয়া হয়নি।

সংযুক্ত আরব আমিরাতে শনিবার শুরু হচ্ছে ছয় জাতির এশিয়া কাপ টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই শ্রীলংকার ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ।