হাজী আবুল হোসেন এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও গণভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৮৬৯

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক এবং প্রখ্যাত দানবীর,সমাজসেবক,বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আবুল হোসেন এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ যোহর মরহুম হাজী আবুল হোসেন এর পারদিঘুলীয়া নিজ বাসভবনে তৃণমুল ভবনে দোয়া মাহ্ফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

এসময় মরহুম হাজী আবুল হোসেন এর পরিবারের পক্ষে থেকে স্বাগত বক্তব্য রাখেন তার দ্বিতীয় পুত্র টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এসময় আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুক্তিযোদ্বা বুলবুল খান মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত জাহান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আনসারী, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাশ চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম উপদেষ্টা এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম উপদেষ্টা নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক জাকেরুল মওলা, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্বাস আলী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল পেশাজীবী মানুষ।

এছাড়াও হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, হাজী আবুল হোসেন স্মৃতি ক্লাব সহ টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে ত্রবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যলয়ে হাজী আবুল হোসেন এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।