নন্দীগ্রামে আ’লীগ অফিসে ককটেল বিস্ফোরণ

বিএনপি-জামায়াতের ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাসষ্ট্যান্ড এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এতে কেউ হতাহতো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাত ১০ টার দিকে দূর্বৃত্তরা মোটর সাইকেলে এসে উপজেলা আওয়ামীলীগ অফিস লক্ষ্য করে ও বাসষ্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনায় থানার এসআই চান মিয়া বাদী হয়ে বিএনপির ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ২৫-৩০ আসামী করে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে থানার এসআই চান মিয়া জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় বিএনপি-জামায়াতের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ২৫-৩০ আসামী করে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আ’লীগের অফিসের সামনে থেকে ৫ টি ও বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাস্থল থেকে ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।