মির্জাপুরে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু


টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার ১৪ ইউনিয়নের ২৮ টি বিক্রয়কেন্দ্র থেকে এই চাল বিক্রি শুরু হয়েছে।
খাদ্য বান্ধব কর্মসূচী দ্বিতীয় ধাপের চাল বিক্রি মির্জাপুরের ১৪ টি ইউনিয়নের ২৮ টি বিক্রয় কেন্দ্রে সকাল থেকেই একযোগে শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় মির্জাপুরে সুবিধাভোগীর সংখ্যা ১৪ হাজর ৬শ ১৪ জন। প্রত্যেক সুবিধাভোগী তিন মাস প্রতিমাসে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন। ২৮ টি বিক্রয় কেন্দ্রে ২৮ জন ডিলার এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিক্রি চলছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। সকাল থেকে কয়েকটি বিক্রয় কেন্দ্রে ঘুরে সুষ্ঠুভাবে চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলী আজম বিভিন্ন বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সুষ্ঠুভাবে চাল বিক্রি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।