দেলদুয়ারে লাকড়ীর আঘাতে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪০ পিএম, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮০

 


টাঙ্গাইলের দেলদুয়ারে লাঠির আঘাতে রিপন (৪০) নামের এক যুবককে খুন করা হয়েছে। শনিবার সকালে দেলদুয়ার উপজেলা রূপসী বাজার এ ঘটনাটি ঘটে। সন্ধ্যায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অব¯’ায় তার মৃত্যু হয়। নিহত রিপন তালুকদার দেলদুয়ার উপজেলার রূপসী বোয়ালজান গ্রামের ইসমাইল তালুকদার তারা মিয়ার ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে দেলদুয়ার থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে দেলদুয়ার উপজেলা রূপসী বাজারে আসেন রিপন তালুকদার। এ সময় পিছন থেকে কতিপয় সন্ত্রাসীরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অব¯’ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অব¯’ায় সন্ধ্যায় রিপনের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার সার্জারী ডাঃ মমিন বলেন, সকালে গুরুতর আহত অব¯’ায় রিপনকে ভর্তি করা হয়। তবে মাথায় এ আঘাতের কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

টাঙ্গাইলে এ ধরণের চিকিৎসা সম্ভব না হওয়া স্বত্তেও চিকিৎসাকালিন সময়ে তার শরীরের তিন ব্যাগ রক্ত দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিš‘ পরিবারের পক্ষে ঢাকায় চিকিৎসা সম্ভব না হওয়ায় রোগিকে এখানেই ভর্তি রাখেন। মাথায় আঘাত জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী শিপু ওরফে ফজুকে গ্রেফতার করা হয়েছে। এর নেপথ্যে আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যব¯’া নেয়া হবে বলেও জানান তিনি।