নাগরপুরে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা

টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মিলনয়াতনে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান মো. নুর হোসেন মিয়ার সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান মো.কদুরত আলী, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.ফজলুল হক, তেবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল রহমান, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আব্দুল আলিম প্রমুখ।