মধুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬২

টাঙ্গাইলের মধুপুরের নবগঠিত ০২ মহিষমারা ইউনিয়নের জয়নাতলী বাজারে ৩টি খাবার হোটেল,৩ টি চায়ের দোকান,২ টি ঔষধের মেডিকেল হল, ১টি চাউল সহ গো খাদ্যের দোকান,১ সাইকেল পার্টসের দোকান ,ও ১টি লেবার অফিস সহ মোট ১৪ টি দোকানে এ অগ্নিকান্ডে সমস্তকিছু পুডে যায় ।

এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, অনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় আগুন দেখে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাতক্ষনিকভাবে খবর পেয়ে মধুপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের আফিসার মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারনা করছেন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা হতে পারে।

 

হাফিজুর রহমান/এইচএইচ