নন্দীগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৪

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ৬টি দলের সমন্বয়ে গঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একরাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, কমিশনার বেলায়েত হোসেন আদর, শরীর চর্চা শিক্ষক এনামুল হক প্রমূখ।

উদ্বোধনী খেলায় ৫নং ভাটগ্রাম ইউনিয়ন একাদশ নন্দীগ্রাম পৌরসভা একাদশ কে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে।