বগুড়ার মোকামতলায় ৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ১

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৮ পিএম, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | ৫০২

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ৮০০ পিচ ইয়াবা টেবলেটসহ আঃ রহীম এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মোকামতলা পুরাতন পুলিশ ফাড়ির সামনে কুড়িগ্রাম হতে নারায়নগঞ্জ গামী কর্ণফুলী স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ঐ পরিমান ইয়াবা সহ তাকে আটক করা হয়।

আটক আঃ রহিম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদা পাড়া বামনের চর এলাকার মৃত মোন্তাজ আলীর ছেলে বলে জানা গেছে।

মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া  পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।