টাঙ্গাইলে সাদেক আলী চিশ্তীর ওফাত বার্ষিকী পালিত


টাঙ্গাইল পৌরসভার কাগমারা গ্রামের মরহুম বশির উদ্দিন চিশ্তীর ছিলছিলা প্রাপ্ত ও এনায়েতপুর পশ্চিম পাড়া এলাকার পীরে এ কামেল মরহুম মো. সাদেক আলী চিশ্তীর ৬ষ্ঠ তম ওফাত বার্ষিকী পালন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার নিজ বাস ভবনে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওফাত বার্ষিকী পালন করা হয়। সেই ওই এলাকার মরহুম আব্দুল বারেক শেখ এর ছেলে।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুম মো. সাদেক আলী চিশ্তীর বড় ছেলে পীরজাদা সুজন মাহমুদ, ছেলে মো. নায়েব আলী, মো. রফিক মিয়া, মো. শফিক মিয়া, মো. অন্তুু মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
তিনি ২০০৫ সালের ১ মে মর মরহুম বশির উদ্দিন চিশ্তীর খেলাফত প্রাপ্ত হয়।