পুত্র সন্তানের বাবা হলেন শাহিদ কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৫৮১

শাহিদ-মীরার পরিবারে এল নতুন সদস্য। বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন মীরা রাজপুত।

উল্লেখ্য, মীরার দ্বিতীয়বার মা হওয়ার খবরটা সবার প্রথম দিয়েছিলেন বলি তারকা শাহিদ নিজেই। সেটাও খুব অভিনব ভঙ্গিতেই। ঠিক ৪ মাস আগে ইনস্টাগ্রামে তাঁদের প্রথম সন্তান মিশার একটি ছবি পোস্ট করে বলিউডের একসময়ের চকোলেট হিরো লিখেছিলেন ‘বড় দিদি’।

তখনই সংবাদ শিরোনামে আসে মীরা রাজপুতের দ্বিতীয়বার মা হওয়ার খবর। গতকাল (৫ সেপ্টেম্বর) শাহিদ-মীরার দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তা।   

 
সোমবার নিজের ছবি ‘বাত্তি গুল মিটার চালু’-র প্রচারে এসে শাহিদ তাঁর ফ্যানদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি খুশির খবর পেতে চলেছেন। ২৪ ঘণ্টা কাটতে কাটতে না কাটতেই শাহিদের এবং কাপুর পরিবারের জন্য সুখবর বয়ে নিয়ে এলেন মীরা।
 
সাম্প্রতিক সময়ে তাঁদের দ্বিতীয় সন্তান নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মীরাকেও। কয়েকদিন আগেই মীরার অনুরাগীরা ইনস্টাগ্রামে তাঁর গর্ভজাত সন্তানের লিঙ্গ কী জানতে চায়। জবাবে মীরা বলেন, গর্ভজাত সন্তানের লিঙ্গ যাই হোক না কেন, সেটা নিয়ে তিনি ভাবতে নারাজ। নবজাতক সুস্থ-সবল হোক সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, নবজাতক এবং মা দু জনেই এখন সুস্থ।