শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২০ পিএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৮

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের আশ্রমপাড়া রামকৃষ্ণ আশ্রম থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা অংশ নেয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বলরাম গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ সভাপতি অ্যাড. ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির আহ্বয়ক প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু প্রমুখ।