টাঙ্গাইলে স্কুল ছাত্রী পপির হত্যাকারী গ্রেফতার


জানাযায়, উপজেলার তারা বাড়ী গ্রামের আবুল কালাম ওরফে খালেকের কন্যা উপজেলার মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খালেদা আক্তার পপি (১৬) হত্যাকারী গোলাম মোস্তফা রাকিব (২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার সহবতপুর উত্তর পাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
গত রবিবার ভোর রাতে তাহার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত গামছা, চাকু, বহনকৃত একটি স্কুল ব্যাগ, পপির পরিহিত বোরকা ও ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
হত্যাকারীর স্বীকারোক্তি অনুয়াযী, পপির সাথে রাকিবের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের জন্য চাপ দিলে রাকিব কৌশলে বেড়ানোর কথা বলে হাজীর পুকুর পাড়ে নির্জন স্থানে নিয়ে গত ৫ই আগষ্ট তার কাছে থাকা গামছা দিয়ে পপির গলায় প্যাঁচ দিয়ে স্বাস রোধ করে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য চাকু দিয়ে জবাই করে।
নাগরপুর থানার আফিসার্স ইনর্চাজ মাঈন উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খালেদা আক্তার পপিকে গত ৫ই আগষ্ট স্বাস রোধ করে ও গলাকেটে হত্যা করে লাশ নলসন্ধা ভাটপাড়া গ্রামে জিয়া খালি সংলগ্ন জেলে পাড়া হাজীর পুকুর পাড়ে ফেলে রেখে যায়।
হত্যাকারী গোলাম মোস্তফা রাকিব এর স্বীকারোক্তি অনুয়াযী হত্যার সময় ব্যবহৃত চাকু, গামছা, বোরকা, স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ঘাতক রাকিব ২৮দিন আত্মগোপন করে থাকার পর তাকে রবিবার ভোর রাতে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।