নাইজেরিয়ার ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯৯

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় ৩০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

সেই বিবৃতি থেকে জানা যায়, শুক্রবার বোকো হারামের কয়েকশ সদস্য সীমান্তের বোসো এলাকায় হামলা চালায়। শনিবার সকালে পাল্টা অভিযানে বোসো শহরের সব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা  জানান, ট্রাকে করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বোকো হারাম সদস্য ঘাটিতে আসে। ঘণ্টাব্যাপী লড়াইয়ের পর জঙ্গিরা ঘাটি দখল নেয়। পরে বিমান সেনাদের সহায়তায় ঘাঁটি উদ্ধার করতে সক্ষম হলেও বোকো হারামের সদস্যরা যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।