টাঙ্গাইলে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার


টাঙ্গাইল জেলার দেলদুয়ার থেকে ১৩৬ পিস ইয়াবা, ০৩ টি মোবাইল ও নগদ ৬,৩৩৭ টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বারপাখিয়া গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া(২১), দেলদুয়ার থানার এলাশিনের মোঃ নওরেশ আলী খানের ছেলে মোঃ আসান খান(৩৮) ও দেলদুয়ার থানার বারপাখিয়া গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা বিক্রয় করাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এমএমআর