মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ এএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫১

রাজধানীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রিয়াদ হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

৩১ অাগস্ট, শুক্রবার রাত ৮টায় রাজধানী চকবাজারের বকশি বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

রিয়াদ একজন প্লাস্টিক ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে চকবাজার এলাকায় বাস করেন।

রিয়াদের বাবা আবদুস সালাম জানান, বকশিবাজার ক্যামব্রিয়ান স্কুলের সামনে অনিক, আশিফ, রাব্বি ও ভাঙারি রুবেলসহ পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়ায় তারা রিয়াদের পাঁজরে ও বাম হাতে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রিয়াদ নামে একজন ছুরিকাঘাতে অাহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।