মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত


রাজধানীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রিয়াদ হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
৩১ অাগস্ট, শুক্রবার রাত ৮টায় রাজধানী চকবাজারের বকশি বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
রিয়াদ একজন প্লাস্টিক ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে চকবাজার এলাকায় বাস করেন।
রিয়াদের বাবা আবদুস সালাম জানান, বকশিবাজার ক্যামব্রিয়ান স্কুলের সামনে অনিক, আশিফ, রাব্বি ও ভাঙারি রুবেলসহ পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়ায় তারা রিয়াদের পাঁজরে ও বাম হাতে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রিয়াদ নামে একজন ছুরিকাঘাতে অাহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।