ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৫ পিএম, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | ৪৫৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোজাম(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে।

পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী  বলেন, সোমবার দিবাগত রাতে সেনুয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। রাতে এই রুটে ২টি ট্রেন চলাচল করে। 

এটি পার্বতীপুরগামী শার্টল ট্রেনে, নাকি পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকার লোকজন বলছেন, শার্টল ট্রেনেই এ ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।