টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্কন শিক্ষার্থীদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৫৯ এএম, রোববার, ২৬ আগস্ট ২০১৮ | ৪৪৪

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্কন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের হয় । র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালি শেষে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার খলিলুর রহমান, ঢাকার স্পেশাল মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট।

এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল কুদ্দুস, চপলা রানী রায়, সুলতানা শামীমা নাসরীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম। আলোচনা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।