চকরিয়ায় বনবিটের লাগোয়া জায়গায় জোর করে ভবন নির্মাণের অভিযোগ


কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে বিট কর্মকর্তার কার্যালয়ের ১শত গজের মধ্যে বনবিভাগের জমি জবর দখল করে পাকা ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গছে।
গত কয়েকদিন ধরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের অধীনে হারবাং বন বিটে চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে ফরিদুল ইসলাম নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এ পাকা ভবন নির্মাণ করে যাচ্ছে।
এলাকাবাসি জানায়, উত্তর হারবাং বিন্দারবনখীল এলাকার প্রভাবশালী ব্যক্তি বনবিভাগের হারবাং বনবিটের লাগোয়া বনবিভাগের এক খন্ড জমি জবরদখল করে নেয়। গত ২০ আগষ্ট বনবিভাগের হারবাং বনবিট কার্যালয়ের ভেতর দিয়ে রুট নির্মাণ করে পাকা ভবন নির্মানের জন্য ফরিদুল ইসলাম নামের ওই ব্যক্তি ইট মজুদ করে। ওই জমিতে ফরিদুল ইসলাম ভবন নির্মাণের জন্য ৪ ট্রাক ইট ওই স্থানে নিয়ে গিয়ে গত কয়েকদিন ধরে নির্মাণ কাজ শুরু কললেও বনকর্মীরা কোন বাধা দিচ্ছে না।
এলাকাবাসি জানায়; বনকর্মকর্তারা টাকা নিয়েই এই পাকা ভবন নিমার্ণের সুযোগ দিয়েছে। এ ভবনটি নির্মাণ শুরু করার সময় এলাকাবাসি বাঁধা দিলেও বনকর্মীরা রহস্যজনক কারণে কোন বাধা দেয়নি। এতে এলাকাবাসির সাথে ওই জবরদখলকারীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে হারবাং বিটকর্মকর্তা জানিয়েছেন, ইট নিয়ে যাওয়ার সময় তারা বাঁধা দিয়েছিল, কিন্তু তাদের নিষেধ জবরদখলকারী মানছেন না। এ ব্যাপারে ফরিদুল ইসলাম জানান, জায়গাটি বন বিভাগের হলে দীর্ঘদিন তার দখলেই ছিল।