'২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত ছিল'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | ৫১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় বিএনপি সরাসরি জড়িত ছিল। তিনি বলেন, রক্ত নিয়ে রাজনীতি করা বিএনপি কোনোদিনই দেশের কল্যাণ করতে পারে না। 

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট পরিকল্পিতভাবে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগে যেন বিএনপির কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

২০০৪ সালের ২১ আগস্ট দেশের ইতিহাসে ঘটে যায় ভয়াবহ ও বিভীষিকাময় এক রক্তাক্ত রাজনৈতিক হত্যাকাণ্ড। ঐদিন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ ও র‌্যালিতে ন্যক্কারজনক গ্রেনেড হামলা করা হয় জাতির জনকের উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।

প্রকাশ্য দিবালোকে ১৪ বছর আগের নৃশংস ওই হামলায় প্রাণ হারানো ২৪ নেতা-কর্মী স্মরণে মঙ্গলবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাদদেশ স্থাপিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মোনাজাত করা হয় তাদের আত্মার শান্তি কামনায়।

এরপর, ভয়াল সেই ঘটনায় প্রাণ দেওয়া নেতা-কর্মীদের স্মরণে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, ‘রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে ওইদিন শুধু হামলাই নয়, মুছে ফেলার চেষ্টা হয়েছিল নারকীয় আক্রমণের সব আলামত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে মারবে তো মারবেই, আওয়ামী লীগকেই নিশ্চিহ্ন করতে চেয়েছে, যেন আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় যেতে না পারে।’

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সুপরিকল্পিত এই হামলায় বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রত্যক্ষ মদদ ছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এই যে হত্যাচেষ্টা এর সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। খালেদা জিয়া, তার ছেলে এরা সবাই জড়িত এতে কোনো সন্দেহ নেই।’

রক্তের নেশায় বুঁদ হয়ে থাকা বিএনপি কখনো দেশের কল্যাণ করতে পারে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘দলের ভেতর বিএনপির অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগকে।’

পরে গ্রেনেড হামলায় আহত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর ২১ আগস্টে নিহতদের স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ১৪ দলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।