যৌথ বাহিনীর অভিযান শুরু

খাগড়াছড়িতে ৭ জন নিহত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এম শাহীন আলম, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৪৩৭
শনিবার খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহত ও ৩ জন আহত হবার ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্টেট মোঃ শহীদুল ইসলাম শনিবার রাতে এই কমিটি গঠন করেন।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু ইউছুফকে আহবাহয়ক করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সামছুল তাবরীজ। সদস্য হিসেবে রয়েছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. নয়নময় ত্রিপুরা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক জসিম উদ্দিন। কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 
এদিকে, একই ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।
 
জেলা পুলিশ সুপার আলী আহমেদ খান জানান পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে এই অভিযান চলবে পুরো সপ্তাহ জুড়ে। পরে প্রয়োজনে অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে।
 
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহদাত হোসেন টিটু জানান পোষ্ট মর্টেম শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাদের অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হবার কথা রয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
 
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে হঠাৎ একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রফের নেতা কর্মীদের উপর হামলা চালালে ৭ জন নিহত ও ৩ জন আহত হয়।