চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মনির-সম্পাদক জুনাইদ


চকরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন গত ১৭ আগষ্ট ২০১৮ চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গনে চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রুস্তম গনী মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন ও দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলামের নেতৃত্বাধীন চকরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক এ নির্বাচন সম্পন্ন হয়।
এ নির্বাচনে চকরিয়া প্রেসক্লাবের ২২জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে চকরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মনির আহমদ কে সভাপতি, সাবেক সিনিয়র সহ সভাপতি রুস্তম গনী মাহমুদকে কার্যকরি সভাপতি, সাবেক সহ সভাপতি বশির আল মামুনকে সিনিয়র সহ সভাপতি, সাবেক সদস্য শাহ আলম, অধ্যাপক জেপুলিয়ন দত্ত ও নাজমুল হাসান সোহেলকে সহ সভাপতি, সাবেক সদস্য এম জুনাইদ উদ্দিন কে সাধারন সম্পাদক, ওসমান গনি ও সাবেক সদস্য নিজাম উদ্দিন কে যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক সদস্য আব্দুল হামিদকে অর্থ সম্পাদক, সাবেক সদস্য জিয়াউল হক জিয়াকে দপ্তর সম্পাদক, সাবেক সদস্য শাহাদাৎ আলী জিন্নাহ্ কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক সদস্য মোস্তফা কামালকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আবদুস ছালাম কাকলীকে ক্রীড়া সম্পাদক, সাবেক সদস্য, ডাক্তার নিকোলাস হালদার, আবুহেনা মোস্তফা কামাল, নজরুল ইসলাম মুজিব, এইচ এম নুরুল আজিম, মোহাং রিদুয়ানুল হক ও গিয়াস উদ্দীনকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়ছে।
সভায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এএইচ সালাউদ্দিন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সদস্য জন্নাতুল বকেয়া রেখা, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী এবং চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সাফিয়া বেগম শম্পাকে তাৎক্ষনিকভাবে প্রেসক্লাবের উপদেষ্টা মনোনিত করা হয়েছে।