শিউলী হত্যা

আরিফের আবার তিনদিনের রিমান্ড মঞ্জুর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | ৪১৩

দুস্কৃতিকারীদের কাছ থেকে সম্ভ্রম বাচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগমের (২৮) মৃত্যুর ঘটনায় শিউলীর সহকর্মী আরিফের দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে এই রিমান্ড শুরু হবে ।

গত ২৬ জুলাই সকাল আনুমানিক ৭টার দিকে বাস যোগে পুষ্টকামুরী চরপাড়া গ্রামের শরীফ খানের স্ত্রী গার্মেন্টস কর্মী শিউলী তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টসে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসে আর্তচিৎকারের কিছুক্ষণ পর দেড় কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থান থেকে শিউলীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।।

ঘটনার ১৫ দিন পর বাসটি আটক এবং মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বাস চালক রনি শেখ ও তার ছোট ভাই হেলপার সোহেল রানা ওরফে রানা শেখ এবং শিউলীর সহকর্মী আরিফ খানকে গ্রেফতার করে। রনি শেখ ও রানা শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখার চর গ্রামের মুক্তার শেখের ছেলে। আরিফ মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চরপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

আরিফ খানকে পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোন ফলপ্রশু তথ্য উদঘাটন করতে পারেনি।আরিফের দেয়া এলোমেলো তথ্যে পুলিশ এই ঘটনার সঠিক কোন তথ্য পাচ্ছেননা বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজান জানিয়েছেন। বাস চালকের ভাষ্য মতে আরিফই এই ঘটনার মুল। আরিফকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দশদিনের রিমান্ড আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে তিনি জানান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর হক বলেন আরিফকে তিনদিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার এলোমেলো কথার কারনে সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি। আরিফকে পুনরায় দশদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার থেকে আরিফের তিনদিনের রিমান্ড শুরু হবে বলে তিনি জানান।