ফিফা বিশ্ব র‌্যাংকিং প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | ৪৭২

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অংশ নিয়েছিল জার্মানি। কিন্তু গ্রুপ পর্বে বিদায় নিতে হয় ফুটবলের পরাশক্তির দেশটির। তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। তারা চলে গেছে সেরা দশের বাইরে।

এছাড়া ২০১৮ বিশ্বকাপের টপ ফেবারিট ছিল আর্জেন্টিনা। কিন্তু গ্রুপ পর্বে এক ড্র এবং এক হারের পাশাপাশি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা। আলবেসেলেস্তেরাও চেলে গেছে দশের বাইরে। তবে বিশ্বকাপে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়া ঢুকেছে সেরা চারে। 

বৃহস্পতিবার ফিফার প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, জার্মানির অবস্থান ১৫তম। এছাড়া আর্জেন্টিনা আছে ১১ নম্বর অবস্থানে। জার্মানি এর আগে ২০০৬ সালে ফিফা র‌্যাংকিংয়ে দশের বাইরে ছিল। সেবার ২২ নম্বর অবস্থানে থাকলেও ২০০৬ বিশ্বকাপে তৃতীয় সেরা দল হওয়ায় আবার র‌্যাংকিংয়ে ছয়ে উঠে আসে তারা। 

রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তোলায় দিদিয়ের দেশমের দল ফিফা র‌্যাংকিংয়ে আছে সবার ওপরে। এছাড়া সেরা তিনে বিশ্বকাপ শেষ করা বেলজিয়াম আছে দুইয়ে। ব্রাজিল তিনে। ২০ নম্বর অবস্থানে থেকে বিশ্বকাপ খেলতে এসে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। এছাড়া উরুগুয়ে নয় র‌্যাংকিংয়ে থেকে পাঁচে উঠেছে। 

সেরা দশের মধ্যে আছে ইংল্যান্ড। এছাড়া ফিফা র‌্যাংকিংয়ে বেশ ওপরে উঠে এসেছে রাশিয়া। তারা ৭০ থেকে নেমে এসেছে ৪৯ এ। রাশিয়া বিশ্বকাপ না খেললেও ইতালি আছে ২২ নম্বরে। এছাড়া যুক্তরাষ্ট্র আগে র‌্যাংকিংয়ে ২২ নম্বরে ছিল এখন তারা ২৫ এ চলে গেছে।