বগুড়ায় অস্ত্রসহ ২ দুই সন্ত্রাসী অাটক
বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।বুধবার বিকালে শহরের পূর্ব পালসা এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।
বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আটকরা হলেন- পটুয়াখালীর গলাচিপার উত্তর বড় চর কাজল গ্রামের মৃত হাজী ইয়াছিনের ছেলে আব্দুল ওয়াদুদ (৫২) ও বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে জুয়েল শেখ (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব পালসা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৩টি মোবাইল ফোন ও নগদ ৬১ হাজার ৯০০ টাকাসহ দুই সন্ত্রাসীকে আটক করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।