টাঙ্গাইলে হিরোইনসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৮২৬

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় কদমতলী বাসস্ট্যান্ডে জহের বয়াতীর চা ও পানের দোকানের সামনে থেকে ২৮ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল,নগদ ৩০১৭/- টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন ঘাটাইল উপজেলার ১। মোঃ মীরগাজী (৩৫),মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ আলাল ব্যাপারী ।

র‌্যাবসূত্রে জানা যায় র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটাইল থানায় কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ২৮ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল,নগদ ৩০১৭/- টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন বিক্রয় করাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।