নওগাঁয় দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু


নওগাঁয় একটি বাড়িতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মোহন নামে এক চা বিক্রতার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে সদর উপজেলার পারবাকাপুর গ্রামে চা বিক্রেতা মোহনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে, বসতঘরে ঘুমন্ত অবস্থায় চা বিক্রেতা মোহন দগ্ধ হয়ে মারা যান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।