সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাপাহারে সাংবাদিকদের মানববন্ধন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৫৪১
“ন্যায়ের পক্ষে,সত্যের কলম” চলবে এই স্লোগানে নওগাঁর সাপাহার প্রেস ক্লাবের সামনে ঢাকায় নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলন চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর সাপাহারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
সাপাহার প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবুল হোসেন, দছির উদ্দীন, সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা, নিলুফার ইয়াসমিন কনা। এ সময় মানববন্ধন ও সমাবেশে উপজেলার সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 
সমাবেশে সাংবাদিকগণ বলেন, নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ঢাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
 
তাঁরা বলেন, সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর যেভাবে হামলা ও নির্যাতন চালানো হয়েছে, তা খুবই নিন্দনীয়। একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এ ধরনের আচরণ গণমাধ্যমের কন্ঠরোধের শামিল।