আইসিটি প্রতিমন্ত্রীর পলক-

পাঁচ বছরে তথ্য প্রযুক্তিতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৩ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৩৮৮

নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে শুক্রবার বিকেলে ফ্রিল্যান্সারদের সাথে প্রধান অতিথি মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাতারে অগ্রসরমান। এদেশের মোট জনগোষ্ঠীর ৭০ ভাগ অর্থাৎ ১১ কোটি তরুণ-তরুণী উন্নত বাংলাদেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রযুক্তি খাতে তাদেরকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।

পলক আরো বলেন, আগামী ৫ বছরে তথ্য প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। তারা ডিজিটাল সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে কাজ করবে। দেশের তরুণ প্রজন্ম ২০২১ সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করবে।

তিনি বলেন, রাজশাহ, বগুড়া ও পাবনার কেন্দ্র বিন্দুতে অবস্থিত নাটোরে দেশের প্রথম ইনকিউবেশন সেন্টার নির্মাণের মধ্য দিয়ে প্রযুক্তির কেন্দ্র স্থল হিসেবে নাটোর অগ্রণী ভূমিকা পালন করবে। অদূরভবিষ্যতে এর সুফল সারাদেশের সাথে বিনিময় করা যাবে বলেও প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়কমুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, প্রত্যেক ফ্রিল্যান্সাররাই এক একজন মেন্টর। তাদের হাতেই এেেদশ একদিন সোনার বাংলা হবে এবং সেদিন সমাগত প্রায়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ফ্রিল্যান্সারদের হাতেই এদেশ একদিন সোনার বাংলা হবে এবং সেদিন সমাগত প্রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নাটোর হবে উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি গোলাম মওলা শাহীন, ফ্রিল্যান্সার মোঃ সোহাগ হোসেন ও সুরভী রহমান। নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোলাম মওলা শাহীন।