ঐশ্বরিয়াকে এখনও পুরোপুরি ভুলতে পারেননি সালমান
সালমান খান-কি এখনও পুরোপুরি ভুলতে পারেননি ঐশ্বরিয়া রাইকে? কি অবাক লাগছে তো শুনতে? তবে 'লাভরাত্রি' ট্রেলর মুক্তি পাওয়ার দিন কিন্তু এমনই আভাস দিলেন সালমান খান।
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসেনের 'লাভরাত্রি'-র ট্রেলর মুক্তির দিন স্টেজে হাজির হন সালমান খান। এবং, সেখানেই তাঁকে নবরাত্রি অনুষ্ঠানের সেরা মুহূর্ত নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন 'ভাইজান'। পরে বলেন, তাঁর কাছে নবরাত্রির সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত হল 'ঢোলি তারো'। অর্থাত, 'হাম দিল দে চুকে সনম'-এর গান 'ঢোলি তারো'-র শুটিংই তাঁর কাছে সবচেয়ে বড় নবরাত্রি ইভেন্ট। বিচ্ছেদের পর এক যুগের বেশি পার হয়ে গেলেও, এখনও কি প্রাক্তন বান্ধবী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভুলতে পারেননি সালমান খান? এবার এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।
শোনা যায়, 'চলতে চলতে'-র সেটের ওই ঘটনার পর অভিষেক বচ্চন এবং গৌরি খান শাহরুখ এবং ঐশ্বরিয়ার মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টা করলেও, তা এখনও পুরোপুর স্বাভাবিক হয়নি।
