যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার্কদের উত্থানের আশঙ্কা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ | ২৮২

বাইডেন বলেন, আজ আমেরিকায় সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক’ অলিগার্কির উত্থানের আশঙ্কা জানিয়ে তাদের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ আহ্বান জানান।

বাইডেন বলেন, আজ আমেরিকায় সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। এটি খুব অল্পসংখ্যক অতিধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ। অতিধনীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন বাইডেন।

বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকানরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জবাবদিহির আহ্বান জানান তিনি।

বাইডেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অভিনন্দন জানান। তবে তিনি তাকে সতর্ক করে বলেন, ‘এখনো ঝুঁকি রয়ে গিয়েছে’

জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘জলবায়ু সংকট মোকাবেলায় আমরা যে পদক্ষেপ নিয়েছি তা বাস্তবায়নের পথে শক্তিশালী রাষ্ট্রগুলো প্রভাব বিস্তার করছে’

জো বাইডেন তার বিদায়ী ভাষণে ইসরায়েল ও হামাসের শান্তিচুক্তি নিয়েও কথা বলেন। চুক্তিটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। সূত্র: বিবিসি