বাসাইলে অনুল বেগম হত্যা; আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি


টাঙ্গাইলের বাসাইলে অনুল বেগম হত্যা মামলার এক মাস পর জুনু খান (৩১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০৫ আগস্ট) দুপুরে জুনু খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জুনু খান স্বীকার করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান সোমবার (০৬ আগস্ট) দুপুরে এসব তথ্য জানান। জুনু খান উপজেলার পাটখাগুরী উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। গত ৪ আগস্ট ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আনিচুর রহমান বলেন, ‘মোবাইল প্রযুক্তি ব্যবহার করে জুনু খানকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, উপজেলার পাটখাগুরী গ্রামের মৃত জিল্লুর খানের স্ত্রী অনুল বেগম গত ৫ জুলাই রাতে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর ৯ জুলাই সকালে ওই এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর গত ১০ জুলাই নিহতের মেয়ে ঝুমা আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করেন।