নাগরপুরে যুবতীকে গলা কেটে হত্যা


টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের শিক্ষার্থী হামিম হত্যার রেশ কাটতে না কাটতেই ২০ দিনের মাথায় টাঙ্গাইলের নাগরপুরে ফের হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এবার হত্যাকান্ডের শিকার হয়েছে অজ্ঞাতনামা এক যুবতী (২২)।
দুর্বৃত্তরা যুবতীর গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধা গ্রামের জিয়াখাল নামক স্থানে। সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নলসন্ধা গ্রামের জিয়াখাল নামক স্থানে একটি নির্জন বাশ ঝাড়ে কে বা কারা একটি যুবতী মেয়েকে গলা কেটে হত্যার পর মৃতদেহ ফেলে রেখে যায়।
সোমবার সকালে স্থানীয়রা ওই বাশ ঝাড়ে বাশ কাটতে গেলে প্রথমে লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে দ্রুত হত্যার রহস্য উৎঘাটনে পলিশের জোর চেষ্টা চলছে।
এছাড়া নিহতের গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নাগরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।