টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচন রোববার


আগামীকাল রোববার টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে বলেও নির্বাচন কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩৪৬ এবং মহিলা ভোটার ৯ হাজার ৩২০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী ৭ ও সাধারণ প্রার্থী রয়েছেন ৩৫ জন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। বিগত নির্বাচনগুলো যেমন অবাধ এবং সুষ্ঠু হয়েছে, আশা করছি এবারের নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।