শিউলী হত্যার ছয়দিন পর মামলা রেকর্ড

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ১০৮৭

দুস্কৃতিকারীদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগম (২৮) মৃত্যুর ছয়দিন পর স্বামী শরিফ খানের করা অভিযোেগর প্রেক্ষীতে মামলা রেকর্ড করেছে মির্জাপুর থানা পুলিশ। তবে বাস এবং অপরাধীদের সনাক্তে এখনো কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে। তদন্ত অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় একটি বাস যোগে শিউলী তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টে যাচ্ছিলেন। বাসে উঠার প্রায় দেড় কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থানে পৌছার পর যাত্রী বেশী কয়েকজন দুর্বৃত্ত শিউলী বেগমের শ্লীলতাহানির চেষ্টা করলে বাসের জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করতে থাকেন তিনি। এক পর্যায়ে দুষ্কৃতিকারীদের কাছ থেকে বাঁচতে শিউলী বেগম চলন্ত বাস থেকে লাফ দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

এদিকে ঘটনার পরপরই মির্জাপুর হাইওয়ে থানার এস আই আব্দুছ সামাদ ঢাকা- টাঙ্গাইর মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী এলাকার মা সিএনজি পাম্প এবং কোদালিয়া এলাকার নাসির গ্লাস ওয়ার ইন্ডাসট্রিস থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন।

এসময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, গোড়াই হ্ইাওয়ে থানার অফিসার ইনচার্জ একে এম কাউসার, এসআই সামাদ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সংগৃহীত ভিডিও ফুটেজ গুলি কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং নিহত শিউলীর পরিবারের সদস্যদের দেখানো হয়। এতে মামলার তদন্ত কাজে ফলপ্রশু কোন তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ভিডিও ফুটেজ গুলি আবার দেখানো হবে বলে শিউলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরে নিহত শিউলীর স্বামী শরিফ খানের লিখিত অভিযোগের প্রেক্ষীতে মির্জাপুর থানায় একটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলা নাম্বার ৪৫, তারিখ ৩১ জুলাই ২০১৮ ইং।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন ভিডিও ফুটেজ থেকে আশানুরুপ কোন কিছু পাওয়া যায়নি, যা মামলার তদন্ত কাজে সহায়ক হিসেবে কাজ করবে। ঘটনার তদন্তকাজ অব্যাহত রাখতে শিউলীর স্বামী শরিফ খানের লিখিত অভিযোগের প্রেক্ষীতে মঙ্গলবার মামলা রেকর্ড করা হয়েছে।