মির্জাপুরে

শিউলী হত্যার তিনদিন পর থানায় মামলা করেছেন শিউলীর স্বামী

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, শনিবার, ২৮ জুলাই ২০১৮ | ৮২৬

দুস্কৃতিকারীদের কাছ থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগম (২৮) মৃত্যুর ঘটনায় তৃতীয় দিন শনিবার দুপুরে শিউলীর স্বামী শরিফ খান মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এই অভিযোগ আমলে নিয়ে ঢাকা রেঞ্জের ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর সুষ্টু তদন্তের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একটি বাস যোগে শিউলী তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টে যাচ্ছিলেন। বাসে উঠার প্রায় দেড় কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থানে পৌছার পর যাত্রী বেশী কয়েকজন দুর্বৃত্ত শিউলী বেগমের শ্লীলতাহানির চেষ্টা করলে বাসের জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করতে থাকেন তিনি।

এক পর্যায়ে দুষ্কৃতিকারীদের কাছ থেকে বাঁচতে শিউলী বেগম চলন্ত বাস থেকে লাফ দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনার প্রায় তিনদিন অতিবাহিত হলেও পুলিশ বাস এবং অপরাধীদের চিহ্নিত করতে পারেনি বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।

পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ এই ঘটনার উল্লেখযোগ্য কোন অগ্রগতি করতে পারেনি বলে জানা যায়। ঘটনার তৃতীয় দিন শিউলীর স্বামী শরিফ খান বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এদিকে মির্জাপুর হাইওয়ে থানর পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী এলকার মা সিএনজি পাম্প এবং ধেরুয়া এলাকার নাসির গ্লাস ওয়ার ইন্ডাসট্রিস থেকে সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এই ভিডিও ফুটেজ থেকে পরিবারের লোকজন এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় দুর্বৃত্তদের ওই বাসটি সনাক্ত করার চেস্টা চলছে বলে হাইওয়ে থানার এস আই সামাদ জানিয়েছেণ।

মির্জাপুর থানা পরিদর্শনে আসা ঢাকা রেঞ্জের ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন বিষয়টি তিনি জেনেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়ীতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে তিনি উল্লেখ করেন।