ফের বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন?


নভেম্বর, ২০১৪। বিবাহ বিচ্ছেদ হয়েছিল হৃতিক রোশন এবং সুজান খানের । তার পর থেকেই দুই ছেলের দায়িত্ব সমান ভাবে পালন করেছেন হৃতিক-সুজান। এতদিন পর ফের নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক। এই সিদ্ধান্ত নাকি ছেলেদের ভবিষ্যতের জন্য! কিন্তু পাত্রী কে?
শোনা যাচ্ছে, হৃতিকের এ বারের বিয়ের পাত্রীও নাকি সুজান খান। অর্থাত্ বিবাহ-বিচ্ছেদের পর দুই ছেলের কথা ভেবেই নাকি ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি!
ফলে সব মিলিয়ে হৃতিক-সুজান যে ভাল বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন। এ বার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরও একবার সময় দিতে চান এই জুটি।
যদিও গোটা বিষয়টি নিয়েই এই মুহূর্তে জল্পনা চলছে বলি মহলে। আদৌ তাঁরা ফের বিয়ে করছেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি।