মির্জাপুরে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মীর

মৃত্যুর দুইদিন পরও বাস ও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ | ৬৯৪

দুষ্কতিকারীদের কাছ থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগম (২৮) মৃত্যুর ঘটনায় দুইদিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ঘটনার কোন তদন্ত শুরু করেনি। পুলিশের এই নিস্ক্রিয়তার কারণে ক্ষোভ প্রকাশ করেছে শিউলীর পরিবারের লোকজন।

এদিকে শিউলীর দুই শিশু সন্তান মাকে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে। তারা এখনো জানেনা তাদের মা কোথায় আছে। শুক্রবার বাদ এশা জানাজা শেষে পুষ্টকামুরী কবরস্থানে শিউলীর লাশ দাফন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একটি বাস যোগে শিউলী তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টে যাচ্ছিলেন। বাসে উঠার প্রায় দেড় কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থানে পৌছার পর যাত্রী বেশী কয়েকজন দুর্বৃত্ত শিউলী বেগমের শ্লীলতাহানির চেষ্টা করলে বাসের জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করতে থাকেন তিনি। এক পর্যায়ে দুষ্কৃতিকারীদের কাছ থেকে বাঁচতে শিউলী বেগম চলন্ত বাস থেকে লাফ দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনার প্রায় দুইদিন অতিবাহিত হলেও পুলিশ বাস এবং অপরাধীদের চিহ্নিত করতে পারেনি বলে শুক্রবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এসে পরিবারের লোকজন অভিযোগ করেন। তবে সন্ধার পর নিহত শিউলীর স্বামী শরীফ খান মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তারা জানান । এদিকে শিউলীর দুই শিশুপুত্র মায়ের জন্য কান্নাকাটি করছে। ছোট ছেলে তাওহিদ মাকে না পেয়ে তার চাচি রতœাকে মা ডাকছেন বলে শিউলীর চাচা শ্বশুর সাইফুল খান জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।