বহুল আলোচিত কক্সবাজার পৌরসভা নির্বাচন সম্পন্ন

কক্সবাজার জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২২ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৪৫১
কক্সবাজার পৌরসভা বহুল আলোচিত নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে পৌর পিতা হলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান।
 
১২টি সাধারণ কাউন্সিলর পদে রানিং ৭ জন কাউন্সিলর পুনঃনির্বাচিত হয়েছে। ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্ধীদের হারিয়ে ৫জন কাউন্সিলর নতুনের বিজয় কেতন উড়িয়েছেন। অপরদিকে পৌরসভার সংরক্ষিত ৪টি মহিলা ওয়ার্ডে ৪ জনই নতুন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
 
এদিকে সর্বশেষ তথ্য ও জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান ৪১,২৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৯,৯৮০ ভোট।
 
অপর দিকে জামাত সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার কামাল নারিকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩,৪৬৪ ভোট। অন্যদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, এস.আই আকতার কামাল (১নং ওয়ার্ড), মিজানুর রহমান (২নং ওয়ার্ড), মাহাবুবুর রহমান মাবু (৩নং ওয়ার্ড), দিদারুল ইসলাম রুবেল (৪নং ওয়ার্ড), শাহাব উদ্দিন সিকদার (৫নং ওয়ার্ড), ওমর ছিদ্দিক লালু (৬নং ওয়ার্ড), আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ (৭নং ওয়ার্ড), রাজ বিরাহরী দাশ (৮নং ওয়ার্ড), হেলাল উদ্দিন কবির (৯নং ওয়ার্ড), সালাউদ্দিন সেতু (১০নং ওয়ার্ড), নুর মোহাম্মদ মাঝু (১১নং ওয়ার্ড) এবং কাজী মোরশেদ আহমদ বাবু (১২নং ওয়ার্ড)।
 
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহিনা আক্তার পাখি। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নির্বাচত হয়েছেন ইয়াছমিন আক্তার। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে জাহেদা আক্তর। ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার বকুল।