ডেভিড যেন অবিকল টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৫৮৮

পাকিস্তানে খোঁজ মিলেছে সালমান খানের মত দেখতে এক যুবকের। নাম- নাজিম খান। যাঁকে ‘বজরঙ্গী ভাইজান’-এ সালমান খানের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছে। আর এবার সলমন খানের পর পাওয়া গেল টাইগার শ্রফের মত দেখতে আরও এক যুবকের খোঁজ। অবাক লাগছে শুনতে?

জানা যাচ্ছে, টাইগার শ্রফের মত দেখতে এই যুবকের বাড়ি অসমে। নাম-ডেভিড মেসি। এই ডেভিড মেসি-ই এখন ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

 
‘বাগি টু’-এর পর এবার করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিযুয়েল নিয়ে ব্যস্ত জ্যাকি­পুত্র টাইগার শ্রফ। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে টাইগার শ্রফের সঙ্গে রয়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে অন্যন্যা পান্ডে এবং তারা সুতারিয়া।
 
এদিকে জানা যাচ্ছে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে শাহিদ কাপুরের ভাই ঈশান খটটরের অভিনয় করার কথা ছিল। কিন্তু, তাঁরা সুতারিয়ার জন্যই নাকি করণের এই সিনেমা থেকে বাদ পড়েন ঈশান। যদিও, গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি ঈশান কিংবা তারা। তবে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে ঈশানের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।