টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে

৬শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৪৭৯

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে পূর্বাভাস ভিত্তিক ফাইন্যান্সিং প্রকল্পের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন ও ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী জার্মান রেড ক্রোস ও আমেরিকা রেড ক্রোস সোসাইটির সহযোগিতা প্রায় ৬শতাধিক ক্ষতিগ্রস্থদের মধ্যে এ অর্থ বিরতণ করা হয়।

নগদ অর্থ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুবপ্রধান আরাফ আল জামান অনয়, কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

পরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে ৪শতাধিক ও ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে ২শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ১হাজার টাকা করে বিতরণ করা হয়।