কালিহাতীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৯০৮

পারিবারিক কলহের জের ধরে টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী। 

সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আউলিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত চান মাহমুদের ছেলে লাল মাহমুদ (৫২) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। লাল মাহমুদ এক বছরের বেশি সময় ধরে কিছুটা মানসিক সমস্যায় ছিলো।
 
আজ সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। রাত পৌনে ৮টার দিকে লাল মাহমুদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী আনোয়ারাকে হত্যা করে। পরে ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে নিজেও আত্মহত্যা করে। তাদের আমিনুর (২৬) ও  আনোয়ার (২২) নামের দু্ই ছেলে এবং লাকী (৩০) নামের এক মেয়ে রয়েছে।
 
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নিহতদের দুই ছেলে আনোয়ার এবং আমিনুল সৌদিতে থাকে। ওই দুই ছেলে প্রতিনিয়তই মায়ের নামে টাকা পাঠাতো। কিন্তু ওই টাকা আনোয়ারা তার স্বামী লাল মাহমুদকে ঠিক মতো না দিয়ে খরচ করতো। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল।
এই জের ধরে আজ সন্ধ্যার পর প্রথমে ঘরের দরজা বন্ধ করে স্বামী লাল মাহমুদ তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাল মাহমুদ নিজেই ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 
পরে পুলিশ খবর পেয়ে ঘরের বেড়ার টিন কেটে আনোয়ারা বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে থেকে এবং লাল মাহমুদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।