ছেলের জন্য শাহরুখ খানের আফসোস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ | ৪৩৯

শাহরুখ খান। তিনি বলিউডের বাদশাহ। ব্যস্ততার শেষ নেই তার। সিনেমা না থাকলেও ব্যবসায়ের নানা কাজে দিন পার করেন ফুরসতহীন। রয়েছে বেশ কয়েকটি ক্রিকেটের দল। সেগুলোকেও মেইনটেইন করতে হয়। ব্যস্ত এ জীবনের ভেতরেও তিনি সময় বের করেন পরিবারের জন্য।

তাই শাহরুখ খানকে বলা হয় বলিউডের সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে পরিবারপ্রিয় তারকা। সময় পেলেই স্ত্রী-সন্তানদের নিয়ে মেতে উঠেন জীবনের উল্লাসে। বিশেষ করে দুই পুত্র ও এক কন্যার সঙ্গ খুবই উপভোগ করেন তিনি। স্বভাবতই তাদের থেকে দূরে থাকলে মিসও করেন।

আর তার দক্ষতায় গর্বিত মা গৌরী খান। ক্যাপশনে কিংবদন্তি বক্সারের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আমার মাইক টাইসন।’

কিন্তু বৃহস্পতিবার বোঝা গেল, শাহরুখ তার ছোট ছেলের এই বক্সিং করার সময়ে সামনে ছিলেন না। আর তাই তার আফসোস ফুটে উঠল টুইটারে। গৌরির টুইটটা শেয়ার করে তিনি লিখলেন, ‘আরে! আমি কোথায় ছিলাম?’

শাহরুখ যে আব্রামকে ছাড়া থাকতে পারেন না, তার প্রমাণ নেটমাধ্যম, পাপারাৎজি, খেলার মাঠে তার ভক্তরা আগেই পেয়েছেন। যেখানে শাহরুখ, সেখানেই তার পাশে ছোট্ট আব্রাম।