সিরিজ জয় করতে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ৫১০

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় নাকি শেষ ম্যাচের জন্যেই জমা থাকবে নাটকীয়তা? আত্মবিশ্বাসী টাইগারদের বিপক্ষে সিরিজে ফিরতে পারবে কি ক্যারিবিয়ানরা? উত্তর মিলবে গায়ানায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

ম্যাচটিতে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

দু'দিন আগেও ভিন্ন রূপ ছিল দুই শিবিরে। টেস্ট সিরিজে বিধ্বস্ত বাংলাদেশের আত্মবিশ্বাসটা একেবারে তলানীতে। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নেতিবাচক শিরোনামে হতে হচ্ছিলো জর্জরিত। প্রথম ওয়ানডেটা আপাতত আত্মবিশ্বাসটা ফিরিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা ফুটিয়ে তুলেছে। এবার সেসব ধরে রাখার সঙ্গে সিরিজ জয়ের মিশন।

দ্বিতীয় ম্যাচের আগে মাশরাফী বাহিনী ফুরফুরে মেজাজে থাকতেই পারে। বিপদেও তামিম-সাকিব-মুশফিকরা পথ দেখিয়েছেন। বোলিংয়ে কান্ডারীর দায়িত্বটা একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন দলপতি মাশরাফী। এই যে স্বরূপে ফেরার স্বপ্ন আবারো জাগিয়ে তোলা কিংবা দলীয় নৈপুন্যের প্রতিমুর্তি হয়ে ওঠা, এসবই আশাবাদী করছে ২য় ওয়ানডেতে।

এক ম্যাচেই এতসব স্বস্তির মিতালীতে একজনকে পুড়তে হতে পারে হতাশার অনলে। ওপেনার এনামুল হক বিজয়। ওয়ানডেতে আবারো সুযোগ পেয়েছেন, তবে রানের দেখা মিললো কই? প্রস্তুতি ম্যাচে ৭০ রান করা লিটন দাসকে পরের ম্যাচে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখলে খুব অবাক হবেন না নিশ্চয়ই।

স্বাগতিকরা অবশ্য ছেড়ে দেবার পাত্র নয়। আগের ম্যাচেই যেমন শুরুতে বোলাররা চেপে ধরেছিলেন টাইগার ব্যাটারদের কিংবা গেইল-হেটমেয়াররা চেষ্টা চালিয়েছিলেন ইনিংস মেরামতের। সিরিজ বাঁচানোর ম্যাচে সেই প্রচেষ্টা বাড়বে কয়েকগুণ, সেটি নিশ্চিত করে বলাই যায়।

হোল্ডার বলছেন, 'আপনি দেখবেন আগের ম্যাচে আমরা বেশকিছু ভুল করেছি। এক ম্যাচে এতোগুলো ভুল করে আপনি জিততে পারবেন না। আমাদের তিন বিভাগেই আরো উন্নতি করতে হবে। পিচটা খুবই ভালো, ব্যাটিং সহায়ক। আশা করছি পরের ম্যাচেই আমরা সিরিজে ফিরবো।'

হিসেবে নিকেশে বেশ এগিয়ে উইন্ডিজরা। ২৯ বারের দেখায় ৮ বার বাংলাদেশ আর ১৯ বার জয় পেয়েছে তারা। তবে পছন্দের ফরম্যাটটায় ছন্দে ফেরা টাইগার শিবির এসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাবে তো! মনে হয়না।