বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ মসজিদ নির্মাণের ঘোষণা ডেমবেলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৬৩২

সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন উসমান ডেমবেলে। ফাইনালে না খেললেও ২১ বছর বয়সী ফুটবলার যে প্রাইজমানি আর বোনাসের অর্থ পাবেন তাতে কোনো সংশয় নেই। আর বিশ্বকাপ থেকে পাওয়া পুরো অর্থ মসজিদ নির্মাণে খরচ করতে চান ফ্রান্সের আক্রমণভাগের এই ফুটবলার।

উত্তর ফ্রান্সের ভার্ননে জন্ম উসমান ডেমবেলের। বাবা-মা দু’জনই উত্তর-পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া থেকে এসেছিলেন ফ্রান্সে। দু’জনই মুসলমান। বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ দিয়ে মায়ের জন্মস্থানে মৌরিতানিয়ায় একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন ডেমবেলে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ফ্রান্স। বিশ্বকাপে উসমান ডেমবেলে ফ্রান্সের হয়ে চারটি ম্যাচ খেলেছেন।