বাগাতিপাড়ায় বাজার তদারকি অভিযান ২ প্রতিষ্ঠানে জরিমানা


নাটোরের বাগাতিপাড়ায় বাজার তদারকিমুলক অভিযানে ভোক্তা অধিকার আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা মোবাইল টিমের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের সৌরভ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন করায় মালিক সুবত কুমার দত্তকে চার হাজার ও মজুমদার ফর্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় দোকান মালিক পুলককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুটি প্রতিষ্ঠানে সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েয়ে। বাজার তদারকি মূলক এই অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
এসময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, বাগাতিপাড়া প্রেসক্লাব সদস্য সচিব আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া মডেল থানার এসআই মইনুল ইসলাম এএসআই শাহিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন বাজারে জনসচেতনতায় ক্যাব বাগাতিপাড়া শাখার পক্ষ থেকে ভোক্তা আইনের প্রচারপত্র বিতরণ করা হয়।