প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, রোববার, ২২ জুলাই ২০১৮ | ৪৬৬

টেস্টে হতাশ করেছে সাকিবের দল। রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পছন্দের ফরম্যাটে মাশরাফী যোগ দেয়ায় আত্মবিশ্বাসী টাইগাররা। 

গায়ানার প্রোভিডেন্সে রবিবার সিরিজের প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ওপেনিংয়ে তামিমের পার্টনার হিসেবে দেখা যাবে লিটনকে। প্রস্তুতি ম্যাচে দারুণ ফিফটিতে জয়ে অবদান রেখেছেন। তিনে ব্যাট করবেন সাব্বির। লোয়ার অর্ডারে মোসাদ্দেকের খেলা নিশ্চিত। স্পিনে সাকিবের পার্টনার মিরাজ। পেইস অ্যাটাকে মাশরাফীর সঙ্গি রুবেল ও মুস্তাফিজ। 

টেস্টে দারুণ জয়ে ফেবারিট হিসেবে নামবে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ব্যাটিং লাইনআপ উইন্ডিজদের। গেইল, লুইস ও রাসেল ফেরায় নির্ভার হোল্ডার। স্পিনে অধিনায়কের ভরসা দেবেন্দ্র বিশু ও অ্যাশলি নার্স। প্রোভিডেন্সের উইকেট সমস্যায় ফেলতে পারে দুদলকে। সকালে বৃষ্টির শঙ্কা আছে।