কক্সবাজারের মহেশখালিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান; আটক ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, রোববার, ২২ জুলাই ২০১৮ | ৪৪১

কক্সবাজারের মহেশখালিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। 

আটকরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম। র‌্যাব জানায়, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল অভিযানে যায়।

অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালার মারছড়া ইউনিয়নের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয় শহীদুল্লাহ ও হাকিম। 

পরে তাদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ২০টি অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।