সাইবেরিয়ায় মাছ ধরছেন পুতিন

ফটো গ্যালারি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ১৫৯৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা যায় দক্ষিণ সাইবেরিয়ার একটি ঠাণ্ডা পানির পাহাড়ি লেকে দাপিয়ে বেড়াতে।

তাকে একটি ক্যামোফ্লেজ ওয়েট সুটে মাছ ধরতে, পাওয়ারবোট চালাতেও দেখা যায়।

টুভা নামে এলাকাটিতে তিনি দুই দিন ছুটি কাটান। ২০০৯ সাল থেকে প্রতিবছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন।